একজন আদর্শ উপসহকারী কৃষি অফিসার আশরাফ সিদ্দিকি

আজিজুল ইসলামঃ কুষ্টিয়ার সদর উপজেলায় একজন আদর্শ উপসহকারী কৃষি অফিসার হিসেবে দায়িক্ত পালন করে আসছেন আশরাফ সিদ্দিকি।তিনি ভোরে নামায শেষ করেই তার দায়িক্তে ছুটে চলা প্রতিদিন,প্রতিক্ষন।কৃষি ও কৃষকের পাশে থেকে খাদ্য সংকট মোকাবেলায় তিনি নিরলস কাজ করে চলেছেন।কৃষককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আদম্য পরিশ্রম করছেন।ইবি এলাকায় কোন মাঠে কোন কৃষকের কি সমস্যা তিনি তাদেরকে বুঝিয়ে দেন।তার ফোনে কৃষক ভাইদের কৃষি চাষাবাদে সমস্যা নিয়ে কল আসা মাত্রই সেই স্থানে মূহুর্তেই ছুটে চলা।কোন মৌসুমে কি চাষাবাদ করতে হবে,কিভাবে চাষাবাদ করতে হবে এই বিষয়ে সব সময় মাঠে কৃষকদের পাশে আছেন উপসহকারী কৃষি অফিসার আশরাফ সিদ্দিক। তিনি চাষাবাদের সমস্থ বিষয়ে মাঠে গিয়ে ৫ জন কৃষককে একত্র করে আলোচনা করা তার প্রতিদিনের রুটিন।
এমনকি তিনি বাড়িতে অবসার টাইমে একটু বিশ্রামে গেলেও অনেক কৃষক ভাইয়েরা তার বাড়িতে এসেও চাষাবাদের বিষয়ে আলোচনা করেন তাদেরকে সূন্দর করে বুঝিয়ে বলেন।কিন্তু কোন সময় তিনি বিরক্তবোধ করেন না।উজান গ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের আব্দুল আজিজি মিয়া বলেন,আমরা সব সময় এই ব্যাক্তিকে পাশে পাই।আমাদের চাষাবাদে কোন মৌসুমে কি চাষ করতে হবে তার কাছ থেকেই আমরা জানতে পারি।কিভাবে চাষ করলে কম খরচে অধিক ফসল ঘরে তোলা যায় তার সমস্থ বিষয়াদি আমাদেরকে তিনি বলেন।দেশে করোনায় খাদ্য সংকট মোকাবেলায় কৃষক ভাইদের সাথে তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছে।