এলাকা ব্যবস্থাপক
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডর্প)
খালি পদ
০২
জব কনটেক্সট
- মাতৃত্বকালীন ভাতা ও স্বপ্ন প্যাকেজ প্রবর্তনকারী ও সমন্বিত উন্ন্য়নে দেশের প্রথম প্রজন্মের ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর পিকেএসএফ ও বাণিজিক ব্যাংক এর অর্থায়নে পরিচালিত সিরাজগঞ্জ-টাংগাইল- কিশোরগঞ্জ জেলা এবং চ্ট্রগ্রাম ও বরিশাল বিভাগের আওতাধিন শাখা সমূহ পরিচালনার জন্য এলাকা ব্যবস্থাপক পদে লোক নিয়োগ করা হবে।
- কর্মস্থল: সিরাজগঞ্জ-টাংগাইল- কিশোরগঞ্জ-চট্রগ্রাম,বরগুনা ।
চাকরির দায়িত্বসমূহ
- এলাকা ব্যবস্থাপক তার কর্ম এলাকা ঋণ ও সঞ্চয় কার্যক্রম বাস্তবায়নের সার্বিক কর্মকান্ডের তদারকি এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
- সাপ্তাহিক চাহিদা বিশ্লেষণ ও অতিরিক্ত ফান্ড যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
- সঠিকভাবে ঋণ বিতরণ এবং আদায় নিশ্চিত করন।
- শাখার বাজেট এবং পরিকল্পনা তৈরী করে শতভাগ বাস্তবায়ন করা।
- এ ছাড়াও সংস্থার স্বার্থে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করবেন।
চাকরির ধরন
ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
- নূন্যতম স্নাতকোত্তর / স্নাতক
অভিজ্ঞতা
- সর্বনিম্ন ২ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
- বয়স সর্বোচ্চ ৪৫ বছর
- সমপদে সর্বনিম্ন ২ বছর
- পিকেএসএফ ও বাণিজিক ব্যাংক এর ঋণ সহায়তায় ক্ষুদ্রঋণ পরিচালনাকারী জাতীয় পর্যায়ে এনজিওতে এলাকা ব্যবস্থাপক পদে কমপক্ষে ১/২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার জানা (MS Word, MS Excel, Microfin360) বাধ্যতামূলক।
- প্রার্থীদের মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- প্রথম ৬ মাস কাজকর্ম পর্যবেক্ষনে সন্তোষজনক বিবেচিত হলে পরবর্তীতে নিয়মিত করনের ব্যবস্থা নেয়া হবে।
কর্মস্থল
কিশোরগঞ্জ, চট্টগ্রাম, টাঙ্গাইল, বরগুনা, সিরাজগঞ্জ
বেতন
- ২৮,০০০/- টাকা (স্থিরকৃত) এবং স্ংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।
কোম্পানীর সুযোগ সুবিধাদি
- তৈল ও জালানি, মোবাইল বিল, একক আবাসন সুবিধা।
- রিজিউমি গ্রহণের উপায়
- নিয়োগপ্রাপ্ত এলাকা ব্যবস্থাপকদের সংস্থার অনুকূলে ১০,০০০/- (দশ হাজার) টাকা ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে। আবেদনকারীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত dorpjobs@gmail.com ই-মেইল করার জন্য বলা হল।
- আবেদনের শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২০